Blog

মধ্যরাতের আকাশ
 

মধ্যরাতের আকাশ


Blog Detail's

যে তারাদের থেকে 

শৈশব জীবনে 

আলো ছায়া পড়েছে 

সবই ছিল একান্ত আপন,

ত্রসন যন্ত্রণা বাড়ছে

জহরব্রত অগ্নি চিতায়। 

একফালি চাঁদ চকোর 

মাতৃত্বের মুল ভূখণ্ড পায়

বিপক্ষে যারা আস্বাদ কেড়ে নিল 

সকলেই আপনজন তবুও - যুদ্ধ। 

নভঃস্থল উজ্জ্বল কলম তাঁরা

আজও বিপন্ন তোমাদের মধ্যে 

বিরাজমান প্রতিভাবান কবিরা।

এক রাষ্ট্রের মালিক 

গোলা বারুদের সিঁড়ি বেয়ে 

ছায়াপথের তারা হতে 

ফুলমালার উৎসবে কেক 

খণ্ড খণ্ড লণ্ড-ভণ্ড খণ্ড করে মধ্য রাতে।

আমার জীবন প্রদায়ী শ্বাসযন্ত্র 

স্বপ্ন নিয়ে চলেছে দুরন্ত গতিতে

বাঁচতে হবে মরার আকুতি নিয়ে ,

আমাদের পিতামাতা সব একসময় 

আকাশের তারা হয়ে যায় 

গেছে যারা আকাশে  চাঁদের পাশে  -

মাটি থেকে দেখি মাগো তোমার চোখে।

জানালার পাশে সুখের তারারা

নেমে আসে সুখপরীর হাত ধরে

মাথায় উজ্জীবিত বাংলাভাষা

একটি উপহার দেওয়া কলমে

লেখা মধ্যে রাতের কবিদের কথা।

এই কবিরা জাত স্বজাতের 

লড়াই- অংশ নিয়ে 

বিপ্লব কে দীর্ঘজীবি করে,

নিঃশব্দে কলম হয় হাতিয়ার 

ঝাঁকে ঝাঁকে মানব মানবী 

বুক চিতিয়ে প্রাণ বলিদান করে। 

ঝড়ের মধ্য রাতে ঘুম ভেঙে যায় 

আকাশ ঘন করা অন্ধকারে,

বজ্র-বিদ্যুৎ ঝলকানির প্রচণ্ড শব্দ

গগনভেদ করে মাটিতে আছড়ে পড়ে।

মায়ের আঁচল ঘেরা পিতার আশ্রয়ে

শুনতে পায় ভালোবাসার ডাক

খোকা মাঝ রাতে আকাশ ভাঙ্গা

ঝড় উঠেছে একবারে বাইরে যাবি না।

রাত জাগা রাতের তারারা 

নিজেদের খুব সাবধানে 

সংরক্ষিত রেখেছি

আজ আর কোনভাবে আকাশে 

আমাদের দেখা যাবে না 

Posted on: 17 Aug 2023
Posted By: Shyamaprasad Santra [শ্যামাপ্রসাদ সাঁতরা(অপু)]