Blog

এক্কাগাড়ির চাকা
 

এক্কাগাড়ির চাকা


Blog Detail's

নদী বয়ে যায় দিনের পরদিন 

সকাল দুপুর রাত্রিমাস বছর 

একটু একটু করে বঞ্চিত হয়

মানুষের অধিকার থেকে,

কঠিন পাথর ভাঙ্গার আঘাতে

তোমার মুখের গ্রাস কেড়ে খায় 

আমাদের- ইচ্ছার বিলাসিতা। 


মান সম্মান হারিয়ে যাওয়া জন্ম

মৃত্যু হিসাব করে হাল-খাতায় তুলে

দাবানলের মত ছড়িয়ে পড়া আগুন

আগুনে জ্বলছে দেহ মন অন্তর। 

আমার জন্মভূমি দেশে দেশে 

কতকাল ধরে দিচ্ছে হামাগুড়ি

চাকার চলনে এগিয়েছি কই

জয় নিয়ে তাদের মত করে। 


ত্রিকোণ ভালোবাসা দিয়ে

কালো বষ্টম সেবাদাসী রাখে

ললাটে রসকলি উল্কি আঁকে

অকৃতকার্য কপাল ফেরাতে 

সহজিয়া জীবনবোধ সংসার 

ভাগ্যকেই ঘুরিয়ে দিয়েছে প্রেম 

দুঃখ নিয়ে মরেছে মেরেছে তবু 

ভালো তো বেসেছে রোজ সুখে। 


সারাদিনের মাধুকরি সেরে দু-জন

মুখোমুখি রাধা কৃষ্ণ বসে সন্ধ্যায়

ক্রমশ নিবিড় হয়েছে গভীর প্রেমে

খঞ্জনির তাল লয়ে মহিতআখড়া

তরীখানা প্রেম সমুদ্রে ঢেউ ভাঙ্গে 

একটানা হরির ভজনে নিঝুম রাত

জোনাকির আলোয় প্রেম ময়াময় 

অবলা প্রাণীর অপরাধ অনেক তবু

দুই চাকাতে ঘণ্টি বাজিয়ে চলেছি।

                           

Posted on: 16 Aug 2023
Posted By: Shyamaprasad Santra [শ্যামাপ্রসাদ সাঁতরা (অপু)]